Monday, October 10, 2016

অনন্ত বিজয়ের জন্মদিনে তার অপ্রকাশিত বই ‘জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা’ সবার জন্য উন্মুক্ত




শুভ জন্মদিন অনন্ত বিজয় দাশ।
বেঁচে থাকলে আজ অনন্ত বিজয়ের বয়স হত মাত্র ৩৪ বছর। মৃত্যুর মিছিলে ২০১৫ সালে তিনি হারিয়ে গিয়েছিলেন আমাদের মধ্য থেকে। মাত্র সাড়ে ৩২ বছর বেচে ছিলেন এ নির্মম ধরণীতে। হয়ত লেখক হয়ে উঠার জন্য এটা খুব একটা বেশি সময় নয় তারপরেও লেখে গেছেন বেশ কিছু বই।
আজ তার অপ্রকাশিত বই ‘জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা’ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হল। বইটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেওয়া যাবে:
অনন্ত বিজয়কে নিয়ে মুক্তমনা পেইজের লিঙ্ক
এখানে তার লেখা কিছু বই ও সম্পাদিত ম্যাগাজিন ‘যুক্তি’ এর সবগুলো সংখ্যার লিঙ্ক দেওয়া হলো:
(১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। লিঙ্ক ১লিঙ্ক ২লিঙ্ক ৩
(২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। লিঙ্ক
(৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। লিঙ্ক
(৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪লিঙ্ক
যুক্তি
অনন্ত বিজয়ের মতো ত্যাগী মানুষেরা বিজয়ের যে উজ্জ্বল মশাল আমাদের হাতে দিয়ে গেছেন তা প্রজ্জ্বলিত রাখার দায়িত্ব মানবিক মূল্যবোধ সম্পন্ন সকল মানুষের। তাদের আলো খুঁজবার এই স্বপ্নকে আসুন আরো কিছুদূর এগিয়ে নিয়ে যাই।
সকলকে আন্তরিক শুভেচ্ছা।

No comments:

Post a Comment